নিজস্ব প্রতিবেদক :
কানাইঘাট উপজেলা থেকে করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন ৩ জনের নমুনা সংগ্রহ করে মঙ্গলবার(৭ এপ্রিল) সিলেট ওসমানী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত ল্যাবে পাঠানো হয়েছিলো। নমুনা পরীক্ষা করে তাদের সকলের করোনাভাইরাস পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।
শনিবার কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. শেখ শরফুদ্দিন নাহিদ কানাইঘাট নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ শরফুদ্দিন নাহিদ করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে উপসর্গ দেখা দিলে হাসপাতালে চিকিৎসা নেওয়ার আহ্বান জানান।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত কানাইঘাটে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী পাওয়া যায়নি।
কানাইঘাট নিউজ ডটকম/১১ এপ্রিল ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়