Wednesday, April 1

কানাইঘাটে করোনাভাইরাস প্রতিরোধে যুবলীগের প্রচারণা


নিজস্ব প্রতিবেদক   : 
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সিলেট জেলা আওয়ামী যুবলীগের নির্দেশনায় কানাইঘাট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বন করার জন্য জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে কানাইঘাট উপজেলা আওয়ামী যুবলীগ মাইকিং করেছে।

বুধবার উপজেলার ৯টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও সড়কে এ মাইকিং করা হয়।

এ সময় কানাইঘাট উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক ত্বত্তাবাধনে কানাইঘাট বাজারে মাইকিং কালে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন,জেলা যুবলীগ নেতা ও বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস.এম মাহবুবুল অাম্বিয়া, পৌর ছাত্রলীগের সভাপতি নুমান অাহমদ রুমান, যুবলীগ নেতা আব্দুল্লাহ প্রমুখ।


কানাইঘাট নিউজ ডটকম/০১ এপ্রিল ২০২০    

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়