নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট
উপজেলার রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
সিরাজুল ইসলামের ইন্তেকাল হয়েছে। শুক্রবার ভোর ৬ টায় ঢাকা নিউরো হাসপাতালে তার ইন্তেকাল হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ১ মেয়েসহ অসংখ্য
গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ মাগরিব রাজাগঞ্জ শাহী ঈদগাহ মাঠে
নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।
সিরাজুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম তুহেল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে
ডায়াবেটিস রোগে ভূগছিলেন। গত ১৪
মার্চ শনিবার তিনি হৃদরোগে অাক্রান্ত হলে তাকে ঢাকার নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তার শারিরীক অবস্থার অবনতি ঘটে এবং ভোর ৬ টায় হাসপাতালে
তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
প্রসঙ্গত যে, বীর মুক্তিযোদ্ধা
সিরাজুল ইসলাম ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচিত
চেয়ারম্যান ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া
নেমে এসেছে।
কানাইঘাট নিউজ ডটকম/২০ মার্চ ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়