নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের কারণে কর্মহীন বেকার ও অসহায়দের পাশে দাঁড়ালেন কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আব্দুল্লাহ শাকির।
সোমবার বিকেলে তার ব্যক্তিগত উদ্যোগে উপজেলার দিঘীরপার পূর্ব ইউনিয়নের অসহায়দের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল ও ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিঘীরপার পূর্ব ইউপির চেয়ারম্যান আলী হোসেন কাজল, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মুমিন রশীদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ প্রমুখ।
ত্রাণ বিতরণকালে ভাইস চেয়ারম্যান বলেন, দেশে করোনা ভাইরাসের কারণে মানুষ আজ গৃহবন্দী। নিম্ন আয়ের মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সংকটকালীন সময়ে মানবিক কারনেই আমি কর্মহীন বেকার ও অসহায়দের পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। করোনা ভাইরাস প্রতিরোধ না হওয়া পর্যন্ত এলাকার বিত্তশালীদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
এছাড়াও ভাইস চেয়ারম্যান মাও: আব্দুল্লাহ শাকির উপজেলার সবক'টি ইউনিয়নের চেয়ারম্যানদের সহযোগীতায় হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে ব্যাক্তিগত ভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেবেন।
কানাইঘাট নিউজ ডটকম/৩০ মার্চ ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ
ReplyDelete