Sunday, March 8

কানাইঘাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে  রবিবার সকাল সাড়ে ১০টায় পৌর শহরে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী উপজেলা হলরুমে নারী দিবসের এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিঃ) সৌমিত্র কর্মকারের সভাপতিত্বে ও অফিস সহকারী মোঃ কবির হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভানেত্রী খাদিজা বেগম। 

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার দাস, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শাখাওয়াত হোসেন, সহকারী প্রোগ্রামার (আইসিটি) আমিরুল ইসলাম, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রবাতী রানী দাস, উপজেলা এফআইভিডিবি সূচনা প্রকল্পের জিসিডিও এনামুল হক। বক্তব্য দেন মহিলা অধিদপ্তরের কানাইঘাটের ট্রেইনার বুশরা বেগম, সাজেদা বেগম প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, আজও বিভিন্ন ভাবে নারীরা নিপীড়নের স্বীকার হচ্ছেন। সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারীদের ক্ষমতায়ন করতে হলে নারীদের এ ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। তাহলে নারীরা তাদের অধিকার সুরক্ষিত করতে পারবেন

কানাইঘাট নিউজ ডটকম/০৮ মার্চ ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়