Monday, March 30

ঈদ পর্যন্ত বন্ধ থাকতে পারে শিক্ষা প্রতিষ্ঠান

কানাইঘাট নিউজ ডেস্ক:   

করোনাভাইরাস সংক্রমণ রোধে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান আসছে ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ রাখা হতে পারে বলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) সূত্রে জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, করোনা সংকটের কারণে সাধারণ মানুষ চাইলেও ঘর থেকে বের হতে পারছে না। সেখানে শিক্ষার্থীদের ক্লাসে পাঠানোর কোনো কারণই নেই। ঈদুল ফিতর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে মন্ত্রণালয়কে প্রস্তাব দিয়েছে মাউশি। 
সূত্র আরো জানায়, সবার আগে শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে। নিয়মের কথা বলে এদেরকে আমরা অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি না। মাউশির মহাপরিচালক গোলাম ফারুকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্ধের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। তবে এটি তাদের বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে এর বেশি মন্তব্য করতে রাজি হননি তিনি। 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়