Saturday, March 7

কানাইঘাটে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:   
কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের নারাইনপুর মৌজার সরকারি গোপাটে অবস্থিত ছোট-বড় বিভিন্ন জাতের গাছ কেটে নেওয়া সহ গোপাট ভরাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় ছোটফৌদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী বাদী হয়ে গাছ কেটে নেওয়ার সাথে জড়িত একই গ্রামের তবারক আলী চৌধুরী পুত্র ফজলুর রহমান চৌধুরী গংদের বিরুদ্ধে প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার বরাবরে গত ২৩/২/২০২০ইং তারিখে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে তিনি উল্লেখ করেছেন, সম্প্রতি নারাইনপুর মৌজার সরকারি গোপাটের জেএল নং-২৪০ খতিয়ান নং ০১ দাগ নং-১৪১, ১৩২ পরিমান ৪৫ শতক জমির উপরে অবস্থিত লক্ষাধিক টাকা মূল্যের বেশ কয়েকটি রেন্টি, বেলজিয়াম ও জারুল গাছ কেটে নেয় ফজলুর রহমান চৌধুরী গংরা। এবং তারা সরকারি গোপাট ভরাট করে জমির অংশ দখল করে নিয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তার মাধ্যমে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও কেটে নেওয়া সরকারি গাছ উদ্ধার ও গোপাট দখল মুক্ত করার দাবী জানিয়েছেন অভিযোগের বাদী মুক্তিযোদ্ধা শফিকুর রহমান চৌধুরী সহ স্থানীয় এলাকাবাসী।
কানাইঘাট নিউজ ডটকম/০৭ মার্চ ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়