নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার চতুল বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় অবশেষে ক্ষমা চাইলেন বাজারের ব্যবসায়ীরা।
ঘটনার পরপরই চতুল ইউনিয়নের চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, সাবেক চেয়ারম্যান মুবশ্বির আলী চাচাই ও চতুল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বাজারে এসে দোকানপাট বন্ধ করে দেন।
পরবর্তীতে তারা থানায় এসে উক্ত অনাকাঙ্খিত ঘটনার জন্য পুলিশের নিকট তাৎক্ষণিক ক্ষমা প্রার্থনা করেন। এবং ভবিষ্যতে এরকম কর্মকান্ড আর হবে না মর্মে অঙ্গিকার করেন।
বর্তমানে চতুলবাজারের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত যে,কানাইঘাটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ছাড়া বাকি সবধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করতে বলায় বৃহস্পতিবার বেলা ১টার দিকে কানাইঘাট উপজেলার চতুল বাজারে পুলিশের উপর হামলার চেষ্টা করে ব্যবসায়ীরা।
এ ব্যাপারে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম এর সাথে যোগাযোগ হলে তিনি জানান,হামলার চেষ্টাকারী ব্যবসায়ীরা তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে। বিধায় আমরা বিষয়টি খতিয়ে দেখে আইনগত ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো।
কানাইঘাট নিউজ ডটকম /২৬ মার্চ ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়