কানাইঘাট নিউজ ডেস্ক:
বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইজনকে মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। রোববার বিকেলে তাদের ভর্তি করা হয়।
এর আগে তারা জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।দুই রোগীর একজনের বাড়ি বগুড়ার ধুনট উপজেলায়। তিনি ঢাকায় চাকরি করেন। অপরজনের বাড়ি খুলনায়। তিনি কুমিল্লায় চাকরি করেন। তার বাবা বগুড়ার কাহালু উপজেলায় থাকেন। অসুস্থ অবস্থায় তিনি বাবার কাছে আসেন।
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. শফিক আমিন কাজল জানান, দুই রোগীরই শ্বাসকষ্ট রয়েছে। তাদের নমুনা সংগ্রহ করে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হবে।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়