কানাইঘাট নিউজ ডেস্ক:
আমেরিকার নিউইয়র্কে বাংলাদেশি এক চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর
পাওয়া গেছে। ডা. মোহাম্মদ কাওসার রশীদ নামের ওই চিকিৎসকের বাড়ি সিলেটের
কানাইঘাটে। এরআগে তার আরও একাধিক আত্মীয় নিউইয়র্কে করোনায় আক্রান্ত হন।
ডা. কাওসার রশীদ স্থানীয় বিএনপি নেতা মামুনুর রশিদের বড় ভাই। '`
মামুনুর
রশিদ জানান, গত ক'দিন থেকে ভাইয়ের জ্বর ছিল। আজ (শনিবার) দিনে টেস্ট করতে
গিয়ে দেখেন কিডনিতে পানি জমেছে। যদিও কোভিট-১৯ টেস্টের রিপোর্ট পেতে তিনদিন
সময় লাগবে; তবে যেহেতু পানি আসছে এবং কাশি আছে, তাই দেরি না করেই তাকে
হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বলেন, আমার এক ভাগ্নি জামাই কোভিট-১৯ এ
আক্রান্ত হয়েছে। সেও ডাক্তার এবং ভাইয়ার ক্লিনিকেই কাজ করতো।
মামুনুর রশিদ আরও জানান, শুক্রবার আমার এক আত্মীয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি
জানান, নিউইয়র্কে এই মূহুর্তে সবচাইতে ভয়াবহ বিষয় হলো, মৃত ব্যাক্তির
লাশটা পাওয়ারও সুযোগ নেই। এমন কি দেখারও কোন সুযোগ নেই। কবে কখন দাফন করা
হবে কিছুই জানার সুযোগ নেই।
প্রসঙ্গত, আমেরিকায় করোনাভাইরাসে আজ পর্যন্ত ১ লাখ৪ হাজার ২০৫ জন আক্রান্ত এবং ১ হাজার ৭০১ জন মারা গেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়