নিজস্ব প্রতিবেদক:
১ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে কানাইঘাট প্রেসক্লাবের আধুনিক দ্বিতল ভবনের চলমান নির্মাণ কাজ পরিদর্শন করে সব ধরনের সহযোগিতার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহ ৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ।
গত মঙ্গলবার বিকেল ২টায় ক্লাব কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর অনুষ্ঠান শেষে ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এক মতবিনিময় সভায় জনপ্রতিনিধিরা বলেন, সার্বজনীন প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের চলমান দ্বিতল ভবনের নির্মাণ কাজে উপজেলা পরিষদ সহ ৯টি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করা হবে।
প্রেসক্লাবের একটি ভবন নির্মাণ করা শুধুমাত্র সাংবাদিকদের দায়িত্ব নয় সরকারি উদ্যোগের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক মহল, প্রবাসী সহ আমাদের সকলের উচিত সাধ্যমতো আর্থিক অনুদান প্রদানের মাধ্যমে ক্লাবের উন্নয়নে সহযোগিতা করা।
এক্ষেত্রে জনপ্রতিনিধিরা ক্লাবের ভবন নির্মাণের ফান্ড সংগ্রহ কাজে সহযোগিতা করবেন বলে ক্লাব নেতৃবৃন্দকে আশ্বস্থ করেন।
এছাড়া জনপ্রতিনিধিরা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত ক্লাবের সদস্যরা কানাইঘাটকে একটি উন্নত সমৃদ্ধশালী জনপদে পরিণত করতে নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে যাওয়ায় ধন্যবাদ জানান এবং ইউনিয়ন পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড সহ পরিষদ থেকে জনগনের জন্য নেওয়া বিভিন্ন সেবা মূলক কর্মকান্ড, ও এলাকার সমস্যা সম্ভাবনার কথা গণমাধ্যমে আরো বেশি তোলে ধরার আহ্বান জানান। ক্লাব নেতৃবৃন্দ প্রেসক্লাবের উন্নয়ন মূলক কর্মকান্ডের বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মতবিনিময় কালে জনপ্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, সাধারণ সম্পাদক ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল হোসাইন চতুলী, ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, আমন্ত্রিত অতিথি সৌদি আরব কানাইঘাট প্রবাসী ঐক্য কল্যাণ পরিষদের জেদ্দা মহানগর শাখার সাধারণ সম্পাদক আওয়ামী লীগ নেতা মোঃ এরশাদ, রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চুন্নু।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ক্লাবের সহ-সভাপতি মাষ্টার এখলাছুর রহমান, আব্দুন নূর, সিলেট প্রেসক্লাবের সদস্য কাওছার আহমদ, ক্লাবের সহ-সম্পাদক মাহবুবুর রশিদ, কোষাধ্যক্ষ মিছবাহুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহিন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ্র অনুপ, সাংবাদিক জয়নাল আজাদ, মাহফুজ সিদ্দিকী।
কানাইঘাট নিউজ ডটকম/১৮ মার্চ ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়