Saturday, March 7

কানাইঘাট মাদ্রাসার মাঠ ভরাটের কাজ পরিদর্শনে উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মাঠ ভরাটের কাজ পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। 

শনিবার বিকেল ৫টায় মাদ্রাসার মাঠ ভরাটের কাজ পরিদর্শন কালে উপজেলা চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান আবুল হোসেন চতুলী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, মাদ্রাসার শিক্ষক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী।

 এ সময় উপজেলা চেয়ারম্যান বলেন, সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ আহমদ মজুমদার কানাইঘাট মাদ্রাসার মাঠ ভরাটের কাজ উদ্যোগ গ্রহণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও মাদ্রাসার মাঠ ভরাট ও উন্নয়নে উপজেলা পরিষদের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

কানাইঘাট নিউজ ডটকম/০৭ মার্চ ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়