Tuesday, March 17

কানাইঘাট পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন


নিজস্ব প্রতিবেদক :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট পৌরসভার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন
করা হয়। 

সুর্যোদয়ের সাথে সাথে পৌর কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮টায় পৌর কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তপক অর্পণ, সকাল ১০টায় ক্লিন পৌরসভা-গ্রীণ পৌরসভা কাজের উদ্বোধন, সকাল ১১টায় বিষ্ণুপুর সংযোগ সড়কে ৬০ ফুট দীর্ঘ ব্রীজ এবং পানি সরবরাহ কাজের ১৬ ফুর্ট দীর্ঘ কালভার্টের নির্মাণ কাজের লে-আউট স্থাপন, দুপুর ১২টায় দারুল উলূম মাদ্রাসার মাটি ভরাট কাজের পরিদর্শন, সাড়ে ১২টায় শিবনগর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের রাস্তায় ২০ ফুট কালভার্টের লে-আউট, দুপুর দেড়টায় পৌরসভা অফিস সংলগ্ন নয়াতালুক জামে মসজিদে মিলাদ ও শিরনী দোয়া মাহফিল, দুপুর ২টায় দারুল উলূম মাদ্রাসার এতিমখানায় এতিমদের মাঝে খাবার পরিবেশন, আড়াইটায় কানাইঘাট স্বাস্থ্য
কমপ্লেক্সে রোগীদের মাঝে খাবার পরিবেশন, বিকাল ৪টায় ফগার মেশিন দিয়ে পৌরসভাস্থ কানাইঘাট থানা, উপজেলা চত্ত্বর, বাজার, পৌরসভার স্থায়ী-অস্থায়ী
কার্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মশক নিধন কার্যক্রম, রাত ৭টায় পৌর কার্যালয়ে আলোচনা সভা, রাত ৮টায় শেখ মুজিবুর রহমানের জন্মক্ষণে ১০০টি
আতশবাজী প্রজ্জ্বলীত করা হয়।

দিনব্যাপী এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল
করিম খান। 
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র নিজাম উদ্দিন অাল মিজান। এছাড়াও
উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলরবৃন্দ, প্রকৌশলীবৃন্দ ও কর্মচারীবৃন্দ।


কানাইঘাট নিউজ  ডটকম/১৭ মার্চ ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়