Tuesday, March 31

কানাইঘাট দিঘীরপার ইউনিয়নে নিম্নআয়ের মানুষদের সরকারি ত্রাণ দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক:   
করোনা ভাইরাসের সংক্রামক থেকে সবাইকে সচেতন থাকার জন্য কানাইঘাট দিঘীরপার পূর্ব  ইউনিয়নে ব্যাপক সচেতনতা মূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান মঙ্গলবার দুপুরে দিঘীরপার পূর্ব ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে পরিদর্শন করে নভেল করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলা ফেরা এবং প্রয়োজন ব্যতিত ঘর থেকে বের না হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

তিনি সরকারি উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের হত দরিদ্র ব্যক্তিদের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সামগ্রীও পৌঁছে দেন। 

তিনি বলেন সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য যে অনুদান প্রদান করা হবে তা সচ্ছতার মাধ্যমে বিতরণ করা হবে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দিঘীরপার পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজলসহ ও ইউপি সদস্যবৃন্দ।

কানাইঘাট নিউজ ডটকম/৩১ মার্চ ২০২০   

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়