কানাইঘাট নিউজ ডেস্ক:
বিশিষ্ট লেখিকা অমিতা বর্দ্ধন এর “দৃশ্যের চারিপাশ” গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গত ৮ মার্চ রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে অনুষ্ঠিত হয়।
কবি পুলিন রায়ের সভাপতিত্বে ও আব্দুল কাদির জীবনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক সাংবাদিক আজিজ আহমদ সেলিম।
বিশেষ অতিথির বক্তব্য দেন,কবি একে শেরাম, উদীচী সভাপতি এনায়েত হাসান মানিক, দৈনিক জৈন্তা বার্তার সম্পাদক ও ভোরের কাগজের সিলেট ব্যুরো ফারুক আহমদ, জয়বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি ছড়াকার অজিত রায় ভজন, কবি সুমন বনিক, সাংবাদিক দেবব্রত রায় দিপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাউন্সিলর নাজনীন আক্তার কনা, নাট্যকার বাবুল আহমদ, ঔপনাসিক সিরাজুল ইসলাম, ছড়াকার ঋষিকেশ রায় শঙ্কর, তারেশ কান্তি তালুকদার, ছড়াকার রানাকুমার সিংহ, কবি কামাল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন, ছড়াকার চন্দ্র শেখর দেব, প্রভা সম্পাদক প্রভাষক কবি মিহির মোহন, ছড়াকার পৃথ্বীশ চক্রবর্তী, মাসিক প্রতিভাত সম্পাদক কবি এম আলী হোসাইন, গল্পকার শহিদুল ইসলাম লিটন, কবি লিটন দাস লিকন, মনি কাঞ্চন মিলা প্রমুখ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়