Thursday, February 6

কানাইঘাটে মাদক ব্যবসায়ীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার


 


নিজস্ব প্রতিবেদক:  
কানাইঘাট থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানে এক মাদক বিক্রেতা সহ ৪ জুয়াড়ীকে আটক করা হয়েছে। 

জানা যায়, বুধবার(৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় উপজেলার রাজাগঞ্জ বাজারের মসজিদের পাশে অভিযান চালিয়ে এক মাদক বিক্রেতাকে ২৫০ গ্রাম গাঁজা সহ মইনা গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র জামাল আহমদকে আটক করে পুলিশ। 

একই রাত পৌনে ১১টায় লালারচক হাওর এলাকা কানাইঘাট থানার একদল পুলিশ জুয়া খেলার তাস, মোমবাতী, লাইট, চাটাই ও নগদ টাকা সহ ৪ জুয়াড়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো ফতেহগঞ্জ গ্রামের মৃত দলাই মিয়ার পুত্র মোঃ জয়নাল, বীরদল মাঝপাড়া গ্রামের মৃত সিরাজ আহমদের পুত্র রুবেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলার বাঘা পুবের গ্রামের ফাতি মিয়ার পুত্র সাবু মিয়া ও একই উপজেলার এখলাছপুর গ্রামের রাশিদ আলীর পুত্র আব্দুল মান্নান।

পুলিশ সূত্রে জানা যায় থানা পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযানের অংশ হিসাবে গত বুধবার রাতে কানাইঘাট থানার এসআই আবু কাউছার ও এসআই পান্না লালদেব একদল পুলিশ নিয়ে রাজাগঞ্জ ইউপির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় লালারচক হাওর এলাকায় জুয়া খেলার খবর পেয়ে সেখানে জুয়া বোর্ডে ঘেরাও করলে জুয়া বোর্ডের মূলহুতা চিহ্নিত জুয়াড়ী মইনার পাহাড় এলাকার শায়েস্তা মিয়ার পুত্র আব্দুল্লাহ, নিজ রাজাগঞ্জ গ্রামের আব্দুল হকের পুত্র জালাল, খালপাড় গ্রামের রাকিব আলীর পুত্র সুনাম পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। 

এসব জুয়া বোর্ডের মালিক ও মূল হুতাদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম। 

ধৃত আসামীদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে তাদের  বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।    

কানাইঘাট নিউজ ডটকম/ ০৬ ফেব্রুয়ারি ২০২০


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়