নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে পাগলা শিয়ালের কামড়ে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। তার মধ্যে গুরুতর আহত দেড় বছরের এক শিশুকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন পাগলা শিয়ালকে পাকড়াও করে মেরে ফেলেছেন। জানা যায় আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ২টা পর্যন্ত পৌরসভার শিবনগর, ধনপুর, দূর্লভপুর, দলইমাটি, ধর্মপুর গ্রাম এলাকায় একটি পাগলা শিয়াল জনসম্মুখে এসে এলোপাতাড়ী ভাবে লোকজনের উপর ঝাপিয়ে পড়ে কামড় শুরু করে।
পাগলা শিয়ালের হাত থেকে বাঁচার জন্য অনেকে এদিক সেদিক দৌড়া দৌড়ি শুরু করে। শিয়ালের কামড়ে রক্তাক্ত গুরুতর আহত শিবনগর গ্রামের খালিদ আহমদের দেড় বছরের শিশু সানী’কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিওমেক হাসপাতালে প্রেরন করেন।
শিশুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া যারা পাগলা শিয়ালের কামড়ে আহত হয়েছেন তাদের মধ্যে ধনপুর গ্রামের মাছরুর আহমদ (১৫), শিশু মাহদিয়া বেগম (৯), দুর্লভপুর গ্রামের আব্দুল ওহাব (৬৫) নাম জানা গেলেও আহত অনেকের নাম পাওয়া যায়নি।
একপর্যায়ে কয়েকটি গ্রামের লোকজন সংঘবদ্ধ হয়ে বিকেল ২টার দিকে পাগলা শিয়ালটিকে ধর্মপুর গ্রাম এলাকায় পাকড়াও করে মেরে ফেলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়