Sunday, February 23

কানাইঘাটে নওমুসলিম পরিবারকে যুবলীগ নেতার অার্থিক অনুদান


নিজস্ব প্রতিবেদক:  
নওমুসলিম ফাতেমা বেগমকে আর্থিক ভাবে সহযোগিতা করেছেন কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শ্রমিকনেতা জুনেদ হাসান জীবান।
গত শনিবার কানাইঘাট উপজেলা প্রশাসন সংলগ্ন মহেষপুর গ্রামে একটি ভাড়াটিয়া টিনশেডের ঘরে বসবাসরত হিন্দু থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত নওমুসলিম ফাতেমা বেগম (২৬) কে থাকার জন্য একটি খাট ও কয়েক হাজার টাকা মূল্যের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন জুনেদ হাসান জীবান।
এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকশনা সম্পাদক শাহীন আহমদ।

নওমুসলিম ফাতেমা বেগমের আর্থিক দুরাবস্থা দেখে এ সহযোগিতার হাত প্রসারিত করেন বলে শ্রমিকলীগ নেতা জুনেদ হাসান জীবান জানান।

ভবিষ্যতে তাকে তার পক্ষ থেকে সাধ্যমতো সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

প্রসজ্ঞত যে, জকিগঞ্জ উপজেলার বিরশ্রি ইউনিয়নের বড়ের গ্রাম মনুলাল দাসের মেয়ে দুই সন্তানের জননী কাঞ্চনা দাসের স্বামী বছর দু’এক পূর্বে মারা যান।
কয়েক মাস পূর্বে কাঞ্চনা দাস মুসলিম ধর্ম গ্রহণ করে বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউপির আদিনাবাদ মধুরচক গ্রামের জমির উদ্দিনের ছেলে জালাল আহমদকে বিয়ে করে বর্তমানে কানাইঘাটের মহেশপুর গ্রামে বসবাস করে আসছে।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়