Monday, February 10

কানাইঘাটে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে  দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতা-২০২০ শুরু হয়েছে। 


এরই অংশ হিসাবে শুদ্ধসুরে দলগত জাতীয় সংগীত প্রতিযোগিতায় কানাইঘাট উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাথমিক পর্যায়ে ফালজুর পুরাতন বীরদল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক পর্যায়ে কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় এবং কলেজ পর্যায় কানাইঘাট সরকারি কলেজের শিক্ষার্থীরা বিজয়ী হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় কানাইঘাট সরকারি কলেজ মিলনায়তনে উক্ত প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

কলেজের অধ্যক্ষ সামছুল আলম মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিকশিক্ষা তরিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান বলেন, পৃথিবীর যে কোন দেশের সংগীতের তুলনায় আমাদের দেশের জাতীয় সংগীতের প্রতিটি শব্দ হচ্ছে সুরলা সুমধুর। জাতীয় সংগীতে দেশ প্রেম, মা, মাটি ও মানুষের কথা যে ভাবে তুলে ধরা হয়েছে যা আমাদের সবাইকে দেশ প্রেমে অনুপ্রাণীত করে। তাই জাতীয় সংগীত শুদ্ধসুরে শিক্ষার্থীদেরকে শেখার জন্যসরকার এ  প্রতিযোগিতা  উপজেলা,  জেলা, বিভাগীয় ও  জাতীয় পর্যায়ে  আয়োজন  করেছে।  

অনুষ্ঠানে উপস্থিত  ছিলেন কলেজের উপাধ্যক্ষ  লোকমানহোসেন, সহকারী অধ্যাপক এবাদুর রহমান, প্রতিযোগিতার বিচারক মন্ডলীর সদস্য উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা গোপাল চন্দ্র সূত্রধর, কানাইঘাট সরকারি কলেজের প্রভাষক আনোয়ারুল হোসেন, সহকারী প্রোগ্রামার আমিরুল ইসলাম, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমীন, কানাইঘাট প্রেসক্লাবের  সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকরা।

কানাইঘাট নিউজ ডটকম/১০ ফেব্রুয়ারি ২০২০  


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়