Tuesday, February 18

কানাইঘাটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক:  
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক প্রস্তুতি সভা মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শাখার সহ সভাপতি ফখরুদ্দিন শামীম, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, কাউন্সিলর মাসুক আহমদ, হাজী নুরুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, নাজমুল ইসলাম হারুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এডঃ ইয়াহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাউন্সিলর বিলাল আহমদ, আওয়ামী লীগ নেতা মুফিজুর রহমান বাবলু, ইউপি সদস্য সেলিম চৌধুরী, মুহিবুর রহমান, শামীম উদ্দিন, মুহিবুর রহমান, শফিকুল হক, জমির উদ্দিন, মখদ্দুছ আলী, মহিলা বিষয়ক সম্পাদিকা রুকশানা বেগম প্রমুখ। 

সভায় ২১ শে ফেব্রুয়ারি ভাষা দিবসের এবং জাতির পিতার জন্ম শত বার্ষিকীর সকল দলীয় কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই সাথে কোন জনপ্রতিনিধি সরকারি দলের নাম ব্যবহার করে ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নাম ভাংগিয়ে কোন নেতাকর্মী সরকারী অথবা বে-সরকারি প্রতিষ্ঠান সহ কোথাও চাঁদা উত্তোলন বা চাহিলে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে অবহিত করার জন্য সভায় সকলের প্রতি আহ্বান জানানো হয়।

কানাইঘাট নিউজ ডটকম / ১৮ ফেব্রুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়