Thursday, February 27

'আমি মারা গেলে আমার কবরে ফুল দিওনা' আগের দিন ফেসবুকে পোস্ট, পরের দিন দুর্ঘটনায় নিহত কানাইঘাটের মিজান

নিজস্ব প্রতিবেদক:  
মৃত্যুর পর নিজের প্রত্যাশা নিয়ে ফেসবুক পোস্ট দেয়ার একদিন পর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটের কানাইঘাট উপজেলার এক তরুণ। নিহত তরুণের নাম মো. মিজান আহমদ (২২)। সে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের হিম্মতেরমাটি গ্রামের ফয়জুল হকের পুত্র। পেশায় তিনি সড়কের বাজারের মোবাইল রিচার্জ দোকানের ব্যবসায়ী ছিলেন।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে আটগ্রাম থেকে মোটরসাইকেল যোগে সড়কের বাজারে আসার পথে কটালপুর নামক স্থানে একটি সিএনজি অটোরিকশার সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
এর আগে ২৬ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে মৃত্যু পরবর্তী প্রত্যাশার কথা জানান তিনি। ওই স্ট্যাটাসে মিজান লিখেন ‘আমি মারা গেলে আমার কবরে ফুল দিও না; পারলে একটু কোরআন তিলাওয়াত করিও।’
ভাগ্যের নির্মম পরিহাস, স্ট্যাটাস দেওয়ার একদিন পর প্রাণ হারান তিনি। এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ফেসবুকে অনেকেই তার করুণ মৃত্যুতে শোক প্রকাশ করছেন।
কানাইঘাট নিউজ ডটকম /২৭ ফেব্রুয়ারি ২০২০ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়