কানাইঘাট বিষ্ণুপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে পিইসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মামুন রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সংগঠনের খাইরুল আলম এবং জাকারিয়ার যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান বলেন, শিক্ষার প্রথম বুনিয়াদ হচ্ছে প্রাথমিক শিক্ষা আর প্রাথমিক পর্যায়ের শিশু শিক্ষার্থীদের ভালোভাবে পাঠদান ও আদর্শিক শিক্ষার মাধ্যমে শিক্ষক সমাজ গড়ে তোলতে পারলে তারা আগামী দিনের দেশ জাতির কর্ণধার হিসাবে গড়ে উঠবে। তিনি এলাকার কোমলমতি পিইসি পরীক্ষায় জিপিএ প্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দীপনা দিতে তাদের সংবর্ধনা প্রদান সহ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার শিক্ষা উপকরণ বিতরণ করায় বিষ্ণুপুর ছাত্রকল্যাণ পরিষদের সকল সদস্যকে অভিনন্দন জানান এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্কুলের সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক আলী আহমদ, সমাজসেবি চিত্রশিল্পী ভানু লাল দাস, পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলল সাহাব উদ্দিন, সাবেক কাউন্সিলর মাওঃ হাবিব আহমদ, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি শ্রী দূর্গা কুমার দাস, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিষ্ণুপুর মসজিদের মুতাওয়াল্লী মামুন রশিদ, খম্পুরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, বিষ্ণুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাব উদ্দিন, সমাজসেবী ফখরুল ইসলাম, জালাল আহমদ, নুরুল হক। বক্তব্য রাখেন, বিষ্ণুপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রেজোয়ানুল করিম আফজল, কালাম আহমদ, আব্দুল্লাহ আল মাহমুদ, শাহরিয়া, রুবেল আহমদ, খালিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আজিজুল ইসলাম, মারুফ আহমদ, রিফাত, রাজু, সেলিম, নুরুজ্জামান, তানজিম, সাইফুর, আফজল, ছাব্বির, মোহাম্মদ, তানজিল, মুমিন।
অনুষ্ঠান শেষে পিইসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিবৃন্দ।
কানাইঘাট নিউজ ডটকম/২০ ফেব্রুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়