Wednesday, February 12

কানাইঘাটের গাছবাড়ীতে থানার দাবিতে সমাবেশ


কানাইঘাট নিউজ ডেস্ক:   
কানাইঘাট উপজেলার গাছবাড়ীতে থানার দাবিতে বিশাল সমাবেশ অনুষ্টিত হয়েছে। 

গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির ডাকে গতকাল মঙ্গলবার ( ১১ ফেব্রুয়ারি) রাতে গাছবাড়ী কামিল মাদরাসা মাঠে অনুষ্টিত সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অাখতার হোসেন। 

সাধারণ সম্পাদক হারুণ রশীদের সঞ্চালনায় অনুষ্টিত সভায় বক্তারা বলেন, গাছবাড়ীর তিন ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক জনগণের দীর্ঘদিনের প্রাণের দাবী গাছবাড়ী থানা বাস্তবায়ন। কিন্তু সম্প্রতি পার্শ্ববর্তী বিয়ানীবাজার উপজেলার চারখাই থানা বাস্তবায়ন প্রক্রিয়ায় অামাদের কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নকে অন্তর্ভুক্তির চেষ্টা চলছে। 

বক্তারা এই অন্তর্ভুক্তি চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অামাদের কানাইঘাটের এক ইঞ্চি মাটিও চারখাই থানার সাথে দেয়া হবে না। অামরা অামাদের দীর্ঘদিনের দাবি গাছবাড়ী থানা বাস্তবায়নে যা যা করার দরকার তাই করা হবে।

সভায় বক্তব্য রাখেন ৭নং দক্ষিন বানীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ,৮নং ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন,৯নং রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম,গাছবাড়ী এলাকার প্রবীণ মুরব্বী হাজি সামসুদ্দিন, হারুন রশীদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক ওলিউর রহমান,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সায়েম আহমদ, গাছবাড়ী পাবলিক স্কুলের প্রধান শিক্ষক লোকমান উদ্দিন, সাংবাদিক আব্দুল হালিম সাগর,আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন,গাছবাড়ী নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক মিছবাহ উদ্দিন,সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, যুবলীগ নেতা হামজা হেলাল প্রমুখ। 

সভায় উপস্থিত ছিলেন গাছবাড়ী দক্ষিন বাজার সভাপতি জালাল উদ্দিন, গাছবাড়ী উত্তর বাজার সভাপতি ইজ্জত উল্লাহ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান, সাংবাদিক জয়নাল অাযাদ প্রমুখ।

সভায় তিন ইউনিয়নের হাজারাে জনতা সমাবেশে অংশগ্রহণ করে “গাছবাড়ী থানা চাই -অার কোন দাবি নাই, বলে শ্লোগান দেন।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়