নিজস্ব প্রতিবেদক:
ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সোমবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
স্কুলের প্রধান শিক্ষক মখলিছুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষিকা সাবিনা ইয়াসমিনের উপস্থাপনায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, থানার ওসি (তদন্ত) মোঃ আনোয়ার জাহিদ, পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর বিলাল আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এখলাছুর রহমান, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
উপস্থিত ছিলেন উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতি রানী দাস কানাইঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান, প্রেসক্লাবের সদস্য সাংবাদিক আলা উদ্দিন সহ অভিভাবকবৃন্দ।
দিনভর ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণ করে স্কুল প্রাঙ্গন কে মুখরিত করে তুলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সিনিয়র সহকারী শিক্ষক হোসেন আহমদ ও ক্রীড়া প্রতিযোগিতা কমিটির ক্রীড়া সম্পাদক স্কুলের সহকারী শিক্ষক আব্দুস শুক্কুর প্রতিযোগিতার সার্বিক তত্বাবধানে ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২০ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়