Wednesday, January 29

কানাইঘাটে লোভা নদীর উপর ব্রিজ নির্মাণের স্থান পরির্দশনে এলজিইডি'র প্রকল্প পরিচালক

  
নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভা নদীর উপর ব্রিজ নির্মাণের স্থান পরির্দশন করেছেন এলজিইডি’র ব্রিজ উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ এবাদত আলী।

বুধবার(২৯ জানুয়ারি) দুপুর ১২টায় তিনি মুলাগুল বাজার সংলগ্ন লোভা নদীর তীরে স্থান পরিদর্শন করেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন, ফারুক আহমদ চৌধুরী, অর্থ সম্পাদক ইউপি সদস্য তমিজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তুতা মিয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ প্রমুখ।

পরিদর্শন শেষে প্রকল্প পরিচালক জানান, লোভা নদীর উপর ব্রিজ র্নিমাণের জন্য ইতিমধ্যে মাটি পরীক্ষা করা হয়েছে। রির্পোট পাওয়ার পর পরবর্তী কার্যক্রম ধারাবাহিক ভাবে শুরু হবে।
 
কানাইঘাট নিউজ ডটকম/২৯ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়