Monday, January 20

কানাইঘাটে শিক্ষক-সুপারভাইজারদের প্রশিক্ষণ সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক:  
মৌলিক স্বাক্ষরতা প্রকল্প (৬৪ জেলা)’র আওতায় কানাইঘাট উপজেলার শিক্ষক সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) বুনিয়াদি প্রশিক্ষণ শেষে বিকেল ৪টায় কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে এক সমাপনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মখলেছুর রহমানে সভাপতিত্বে ও মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলমাছ উদ্দিনের পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো উপজেলা প্রোগ্রাম অফিসার সিদ্দিকুর রহমান রুবেল, জৈন্তিয়া ছিন্নমূল সংস্থা জেসিসের প্রজেক্ট বাস্তবায়ন কর্মকর্তা ফারুক আহমদ।
প্রশিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, অপু চক্রবর্তী, জয়া আচার্য, গোপাল, অমিজিৎ, প্রশিক্ষক শাহীন আহমদ, সুপারভাইজারদের মধ্যে উপস্থিত ছিলেন, শামীম আহমদ, ফয়ছল আহমদ তাহের, আসাদ আহমদ, বাবুল আহমদ, মনির উদ্দিন সহ প্রকল্পের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা সরকারের নিরক্ষরতা মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়কে বাস্তবে রূপ দিতে মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দকে আন্তরিক থেকে কাজ করার আহ্বান জানান।
কানাইঘাট নিউজ ডটকম/ ২০ জানুয়ারি ২০২০  

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়