সিলেটের কানাইঘাটে রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে ‘এয়ারগান’ ও গুলি। র্যাবের বিশেষ অভিযান শুরু হওয়ার পর থেকে রাস্তাঘাটে মিলছে গুলিসহ ‘এয়ারগান’। তবে কারা এই এয়ারগানগুলো ফেলে যাচ্ছে তা সনাক্ত করতে পারেনি র্যাব। গত এক সপ্তাহে কানাইঘাট থেকে রাস্তার পাশে ফেলে রাখা তিনটি ‘এয়ারগান’ ও বেশ কিছু সংখ্যক গুলি উদ্ধার করা হয়েছে।
সর্বশেষ গত মঙ্গলবার কানাইঘাটের সোনাতনপুঞ্জিতে অভিযান চালায় র্যাব। এসময় পুঞ্জির জুলহাস মসজিদের সামনের রাস্তা থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ রাউন্ড গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করা হয়।
একই দিন ওই পুঞ্জির জনৈক আবদুল্লাহর বাড়ির পেছনের রাস্তা থেকে ১৬ রাউন্ড গুলিসহ আরেকটি এয়ারগান উদ্ধার করে র্যাব।
উদ্ধারকৃত এয়ারগান ও গুলি কানাইঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।
সুত্র: সিলেটভিউ২৪ডটকম
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়