Tuesday, January 7

কানাইঘাটে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল কে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ২ টায় কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, তাতীলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে পৌর শহরের ইউনিক কমিউনিটি সেন্টার থেকে আনন্দ মিছিলটি বের হয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা অংশগ্রহণ করে শফিউল আলম চৌধুরী নাদেলকে দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে নেতাকর্মীরা মিছিলকে মুখরিত করে তোলেন। 

আনন্দ মিছিল পরবর্তী বাজার ত্রিমোহনী পয়েন্টে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রলীগের আহ্বায়ক বাবু রিংকু চক্রবর্তীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক সায়েম আহমদের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্ঠামন্ডলীর সদস্য দূর্গাকুমার দাস, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, নাজমুল ইসলাম হারুন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক নজির উদ্দিন প্রধান।

বক্তব্য দেন প্রচার সম্পাদক কাউন্সিলর বিলাল উদ্দিন, উপ-প্রচার সম্পাদক মীর আব্দুল্লাহ, আওয়ামী লীগের সদস্য জমির উদ্দিন কামরান, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক খাজা শামীম আহমদ শাহীন, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন, শ্যামল কুমার দাস, জেলা ছাত্রলীগের সাবেক সংস্কৃতিক বিষয়ক সম্পাদক যুবলীগ নেতা শাহরিয়ার বক্ত সাজু, যুবলীগ নেতা মাসুম আহমদ, বিজিৎচন্দ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মামুন রশিদ রাজু, তৃণমূল ছাত্রলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, পৌর ছাত্রলীগের সাংগঠনিক রেজওয়ান এইচ মিনু, দিলদার হোসেন কামিল সহ আরো অনেকে বক্তব্য দেন। 

কানাইঘাট নিউজ ডটকম/০৭ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়