নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে ধর্মীয় ভাব গাম্ভীর্য্যের মধ্য দিয়ে জাকজমক পূর্ণ ভাবে উদ্যাপিত হয়েছে বিদ্যাদেবী শ্রী শ্রী সরস্বতী পূজা। প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী কানাইঘাট সরকারি কলেজ ও কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোক সজ্জার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিদ্যাদেবী সরস্বতী পূজা অর্চনা।
এদিকে এ বছর প্রথম বিদ্যাদেবী সরস্বতী পূজা করেছে কানাইঘাট পাবলিক হাই স্কুল।
বৃহস্পতিবার সকাল থেকে পূজা প্রাঙ্গনে সনাতন ধর্মী শিক্ষার্থী সহ ভক্তবৃন্দরা পর্যায়ক্রমে দেবীর চরনে পুষ্পাঞ্জলী অর্পনের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পূজা উপলক্ষ্যে কানাইঘাট সরকারি কলেজ আঙ্গিনায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কলেজের সনাতন শিক্ষার্থীরা সহ অতিথিদের মধ্যে থেকে ধর্মীয় গান, গীতা পাঠ, কুইজ প্রতিযোগিতা ও নৃত্য পরিবেশন করা হয়। এসব অনুষ্ঠানে অতিথি হিসেবে থেকে কলেজের শিক্ষকবৃন্দ সহ উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। পরে দুপুর ১টায় পূণ্যার্থীদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মন্ডপে বিদ্যাদেবী সরস্বতী দেবীর পূজা উদ্যাপিত হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়