Monday, January 27

কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি

নিজস্ব প্রতিবেদক:
লক্ষাধিক পাথর শ্রমিকদের কর্মসংস্থান অব্যাহত রাখতে কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারি স্বচল রাখার জন্য প্রশাসন, সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন পাথর ব্যবসায়ীরা। 

সোমবার বিকেল ২টায় কানাইঘাট প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি, মুলাগুল পাথর ব্যবসায়ী সমিতি ও পাথর শ্রমিক সমিতির নেতৃবৃন্দের পক্ষে লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠকালে সাংবাদিকদের সামনে কোয়ারির সার্বিক পরিস্থিতি তোলে ধরেন।

তিনি বলেন, লোভাছড়া পাথর কোয়ারি থেকে বছরের পর বছর ধরে পাথর উত্তোলন হচ্ছে। ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকার রয়েলিটি সরকারকে দিয়ে থাকেন। ইজারার সকল শর্তমেনে ব্যবসায়ীরা পাথর উত্তোলন করে থাকেন এবং মেনুয়েল পরিপন্থি সকল কার্যক্রমে প্রশাসনকে পাথর ব্যবসায়ীরা সহযোগিতা করে থাকেন। কোয়ারিতে কোন ধরনের চাঁদাবাজি হচ্ছেনা। এমনকি কোন ব্যবসায়ী ও শ্রমিকদেরকে প্রশাসনকে অযথা হয়রানী করছেনা। নিরাপদে এখানে পাথর ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করছেন। 

সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম আরো বলেন সম্প্রতি সময়ে কিছু অনলাইন পোর্টাল ও একটি পত্রিকার সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে লোভাছড়া পাথর কোয়ারির বিশিষ্ট পাথর ব্যবসায়ী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ইউপি সদস্য তমিজ উদ্দিন ও থানা পুলিশের কয়েকজন কর্মকর্তাকে জড়িয়ে অপ-প্রচারের ঘটনা পাথর ব্যবসায়ী ও পাথর শ্রমিকদের দৃষ্টিগোচর হয়েছে। তমিজ উদ্দিন একজন প্রতিষ্ঠিত পাথর ব্যবসায়ী। তাহার নামে কোয়ারিতে কোন বাহিনী নেই। তমিজ সহ থানা পুলিশ কোয়ারিতে কোন ধরনের চাঁদাবাজির সাথে জড়িত নয় বলে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করেন পাথর ব্যবসায়ীরা। কোয়ারি স্বচল রাখতে প্রশাসন, সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেন তারা। 

সংবাদ সম্মেলনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জেলা পরিষদের ১৫নং ওয়ার্ডের সদস্য পাথর ব্যবসায়ী আলমাছ উদ্দিন, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজিম উদ্দিন, মূলাগুল পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, উপদেষ্ঠা হাজী বিলাল উদ্দিন, লোভাছড়া পাথর শ্রমিক সমিতির সভাপতি আজাদুর রহমান বতা, শ্রমিকনেতা তোয়াহির আলী প্রমুখ। 

কানাইঘাট নিউজ ডটকম/২৭ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়