নিজস্ব প্রতিবেদক:
শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৪০৬টি পরিবারের বিদ্যুৎ সংযোগের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দনা এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট পবিস-২ এর জেনারেল ম্যানেজার আবু হানিফ মিয়া, থানার ওসি (তদন্ত) আনোয়ার জাহিদ, এলাকা পরিচালক মাষ্টার আব্দুল লতিফ, কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম শাহীন রেজা ফরায়জি।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মঞ্জুর আহমদ চৌধুরী সেলিম, কয়ছর রশিদ, ডাঃ ইসলাম উদ্দিন, আব্দুল মুছব্বির, জামাল উদ্দিন তাপাদার, হুমায়ুন কবির জুয়েল প্রমুখ।
কানাইঘাট নিউজ ডটকম/২০ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়