Wednesday, January 8

কানাইঘাটে সিলেট ল’কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  
কানাইঘাট ৩নং দিঘীরপার পূর্ব ইউনিয়নের দর্পনগর গ্রামে মন্তাজগঞ্জ বাজার সুরমা নদীর ঘাটে সিলেট ল’কলেজ (১৮-১৯) ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে দরিদ্র অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেল ২টায় ল’কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে এলাকার অসহায়দের মাঝে কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন সিলেট ল’কলেজের শিক্ষার্থী তারেক চৌধুরী, মাছুম আহমদ, বিলাল আহমদ, নিলয় বক্স, জাবেদ আহমদ, তানভীর আহমদ, সার্বিক সহযোগিতা ছিলেন আবু নাহিদ সুহান, ননী বর্মণ, জয়নাল আবেদিন, আহমদ সাদেক সাদ, হাসান আহমদ, ফারুক মিয়া, শাহিনুর আলম, হিমু, রহিম আহমদ, রায়, কামরুজ্জামান, ডেইজি, নীলিমা, রাহেলা, ইয়াছমিন, রোকশানা, সাদিয়া, লিপি, রাশেদা খান, বৃষ্টি, শারমিন, সুন্না, লায়লা, ডলি, নুসরাত, ফারজানা এবং ব্লু ওয়াটারের বিশিষ্ট ব্যবসায়ী আনিছুজ্জামান প্রমুখ।
এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবি মাওলানা জামিল আহমদ, ইউপি সদস্য খসরুজ্জামান, সাদেক চৌধুরী। শীতবস্ত্র বিতরণ কালে ল’কলেজের শিক্ষার্থীরা বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র অসহায় মানুষজনদের মারাত্মক কষ্ট পোহাতে হচ্ছে আমাদের সকলের উচিত তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়ানো। ল’কলেজের শিক্ষার্থীরা তাদের সঞ্চিত অর্থ দিয়ে আজ শীতবস্ত্র বিতরণ করেছে এবং আমরা সব সময় অসহায় মানুষের পাশে সেবার হাত নিয়ে এভাবে দাড়াতে চাই।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়