নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সুরইঘাট এলাকা থেকে লােভাছড়া পাথর কোয়ারিতে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে দবিরুল ইসলাম ডব্লিউ(৩৫) নামে এক চালকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ৭টার দিকে লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিজুরি ধনবন খালে কাঁচা সড়কের উপরে।
জানা যায়,দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মিরপুর গ্রামের আজহার আলীর পুত্র দবিরুল ইসলাম মাস খানেক দিন থেকে লোভাছড়া পাথর কোয়ারিতে স্থানীয় সাউদ গ্রামের ইয়াহইয়ার একটি ট্রাক্টর গাড়ি চালাতেন।
মঙ্গলবার সুরইঘাট বাজার থেকে দবিরুল ইসলাম ট্রাক্টর নিয়ে কোয়ারিতে যাওয়ার পথে পতিমধ্যে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট
সিওমেক মর্গে প্রেরণ করে।
সিওমেক মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান ও থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমের সাথে যােগাযােগ করা হলে তারা বলেন ট্রাক্টর উল্টে দবিরুলের মৃত্যু হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানাে হয়েছে।
কানাইঘাট নিউজ ডটকম/২৮ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়