নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও এনজিও সংস্থা সীমান্তিকের চীফ পেট্রন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহমদ আল কবির বলেছেন, কানাইঘাটের শিক্ষারপ্রসার ও শিক্ষার্থীদের আগামীদিনের সুনাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যেসরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগ ও সামাজিক সংগঠনগুলোর বড় ধরনের ভূমিকা রয়েছে।
তিনি আরো বলেন, কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চল শিক্ষার দিক থেকে এখন অনেক এগিয়ে রয়েছে। এখানে ব্যক্তি উদ্যোগে মানসমপন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি সরকারিভাবে উচ্চ শিক্ষা অর্জনের জন্য অনেক প্রতিষ্ঠানকে জাতীয় করণ করেছে সরকার। শিক্ষামূলক সংগঠন ও ট্রাস্টের উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি প্রতিযোগিতা সহ কৃতি শিক্ষার্থীদের নানা ভাবে পুরস্কৃত করা হচ্ছে। কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়শনের নানা ধরনের শিক্ষা ও সামাজিকমূলক কর্মকান্ডের প্রশংসা করে আহমেদ আল কবির এ সংগঠনের সকল কার্যক্রমে সবাইকে সহযোগিতা করার আহবান জানান।
ড. আহমদ আল-কবির বৃহস্পতিবার সকাল ১১টায় কানাইঘাট পাবলিক স্কুল প্রাঙ্গনে কানাইঘাট স্টুডেন্ট এসোসিয়শনের দ্বিতীয় শিক্ষা সম্মেলন ও পিইসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ ও পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষাবিদ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের কানাইঘাট পৌর শাখার সভাপতি মনির আহমদ ও সাধারণ সম্পাদক এম.আফতাব উদ্দিনের যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট এমসি কলেজের ইসলামী স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক মাহমুদুল হাসান, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী,কানাইঘাট সরকারি কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, সিলেট জেলা যুবলীগের সভাপতি জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শামীম আহমদ, উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক এম.তাজিম উদ্দিন, কানাইঘাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল হক, পাবলিক হাইস্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আজমল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ আলমুমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহিয়া, আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন। স্বাগত বক্তব্যরাখেন, স্টুডেন্ট এসোসিয়শনের সভাপতি আসিফ আযহার, সাবেক ছাত্রনেতা আসাদ উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার সুধীজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কানাইঘাট নিউজ ডটকম/২৩ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়