Saturday, January 18

কানাইঘাটে আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

কানাইঘাট নিউজ ডেস্ক:
কানাইঘাট উপজেলার ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের সামাজিক সংঘঠন "আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে পিএসসি,ইবতেদায়ি সমাপনি এবং জেডিসি ও জেএসসি পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শুক্রবার(১৭ জানুয়ারি) সকাল ৯ টায় ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভাটিবারাপৈত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 আল ইখওয়ান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা ইবাদুর রাহমান দেওবন্দির সভাপতিত্বে "আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্টে"র সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন ও সহ-সভাপতি শিব্বির আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ১নং লক্ষিপ্রসাদ পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাশুক আহমদ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের উপদেষ্টা মাওলানা আলী আহমদ, মাওলানা আব্দুল হান্নান, ডাঃ জামাল উদ্দিন, মাষ্টার বদরুল ইসলাম শুভেচ্ছা বক্তব্য রাখেন ট্রাষ্টের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান ফাহিম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাষ্টের সহঃ সেক্রেটারি ইসমাইল জবিহুল্লাহ, শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির হুসাইন ট্রাস্টের সদস্য তাওহিদ আহমদ, আব্দুল কাহির, মারজুক আহমদ, জুবায়ের আহমদসহ টাষ্টের সদস্য, এলাকার ব্যাক্তিবর্গ, ছাত্র ও যুব সমাজ, উলামায়ে কেরাম এবং কৃতি শিক্ষার্থী ও অভিবাবকগণ। 

অনুষ্ঠান শেষে ১০৬ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে উপহার প্রদান করে ট্রাস্টের উপদেষ্টা মাওলানা ইবাদুর রহমান দেওবন্দি।

সমাপনি বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়