Wednesday, January 1

কানাইঘাটে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নতুন বছরের প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই তুলে দেওয়ার পর সারাদেশের ন্যায় কানাইঘাট উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসায় উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। 

বুধবার নতুন বছরের প্রথম দিনে উৎসব মুখর পরিবেশে সকাল ১০টায় কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয় পরবর্তী রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন।

এরপর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বিনামূল্যে পাঠ্যবই শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনে ঝলমলে নতুন বই হাতে পেয়ে উৎসবে মেতে উঠে কোমলমতি শিক্ষার্থীরা। 

সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণকালে উপজেলা চেয়ারম্যান মুমিন চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর মেয়র নিজাম উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেছুর রহমান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, পৌর কাউন্সিলর তাজ উদ্দিন।


বই বিতরণকালে চেয়ারম্যান মুমিন চৌধুরী বলেন, শিক্ষাক্ষেত্রে দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। বিগত কয়েক বছর ধরে বছরের প্রথম দিনে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীদের হাতে একযোগে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। এ ধারাবাহিকতায় এবারও একযোগে বিনামূল্যে বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণ করে বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বদ্ধপরিকর।  

কানাইঘাট নিউজ ডটকম/০১ জানুয়ারি ২০২০

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়