নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে লন্ডন প্রবাসী,বিশিষ্ট কমিউনিটি নেতা ব্যাংকার আহমেদ ইকবাল চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল ২টায় উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং
কমিটির উদ্যোগে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের পরিচালনায় সংবর্ধনা সভায়
প্রধান অতিথির বক্তব্য দেন, সংবর্ধিত অতিথি বীরদল অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ ইকবাল চৌধুরী।
সংবর্ধনা অনষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শওকত হোসেন চৌধুরী জুয়েল,রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিলাল আহমদ,ঝিংগাবাড়ী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবু তাহির,বিদ্যালয়ের দাতা সদস্য বদরুল ইসলাম চৌধূরী ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র মাহিন রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম কিবরিয়া,ম্যানেজিং কমিটির সদস্য অাব্দুল মালিক চৌধুরী,আজমল হোসেন,মাও: তাহরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
কানাইঘাট নিউজ ডটকম/০১ জানুয়ারি ২০২০
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়