Monday, December 9

কানাইঘাটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত


নিজস্ব প্রতিবেদক:  
আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৯ উদযাপন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী মানব বন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  
সোমবার সকাল ১১টায় দুর্নীতি বিরোধী দিবসের পালনের লক্ষ্যে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ এনজিও কর্মী, শিক্ষক শিক্ষার্থীসহ সকলের অংশগ্রহণে মানববন্ধন পরবর্তী দুর্নীতি বিরোধী র‌্যালি ও উপজেলা হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাষ্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সাংবাদিক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান। 

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিও ফার্গুসন নানকা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম, কানাইঘাট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস শুকুর। 

বক্তব্য দেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আহমদ হোসেন, সহ-সভাপতি মাষ্টার ইয়াহিয়া প্রমুখ।

দুর্নীতি বিরোধী দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বন্ধ করতে সারাদেশে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমরা যদি সবাই তাকে সহযোগিতা করি এবং নিজে দুর্নীতি করব না প্রতিজ্ঞা করি তাহলে দেশ সমৃদ্ধির দিকে অচিরেই এগিয়ে যাবে।


কানাইঘাট নিউজ ডটকম/০৯ ডিসেম্বর ২০১৯ 

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়