সিলেটের কানাইঘাট উপজেলা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কানাইঘাট সাস্টিয়ান ফোরাম’ এর ৩য় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর আম্বরখানায় একটি কোচিং সেন্টারে কমিটির সদ্য বিদায়ী সভাপতি আসিফ আযহার নতুন এই কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি হিসেবে লোকপ্রশাসন বিভাগের মামুনুর রশিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে সমাজকর্ম বিভাগের মোছাদ্দেক হোসেনকে মনোনীত করা হয়েছে। এছাড়া সাংগঠনিক হিসাবে লোকপ্রশাসন বিভাগের জহির উদ্দিনকে মনোনীত করা হয়।
আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটি সম্প্রসারিত করার নির্দেশ দেওয়া হয়। কমিটি ঘোষণার সময় সাবেক – বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়