Wednesday, December 18

কানাইঘাটে ভাই-ভাতিজার হাতে নিহত অলিউরের দাফন সম্পন্ন


নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট সদর ইউনিয়নের উমাগড় গ্রামে গত মঙ্গলবার ভিট বাড়ির জমি আত্মসাৎ করতে ব্যর্থ হয়ে আপন ছোট ভাই ভাতিজার হাতে মারধরের শিকার হয়ে অলিউর রহমান (৬৫) নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

নিহতের তালাকপ্রাপ্তা মেয়ে মাসুদা বেগম ঘটনার পর কানাইঘাট থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত অলিউর রহমানের ছোট ভাই তার চাচা খলিলুর রহমান (৬০), স্ত্রী রহিমা বেগম (৫০)ও তাঁর ছেলে মামুন আহমদ (২৭) কে আসামী করে মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। 

এদিকে ময়না তদন্তেরপর নিহত অলিউর রহমানের জানাযার নামাজ বুধবার বাদ মাগরিব স্থানীয় উমরগঞ্জ মাদ্রাসা মাঠে সম্পন্ন হয়েছে। 

জানাযায় বিপুল সংখ্যক লোকজন শরীক হন। পরে গ্রামের গুরুস্থানে দাফন করা হয় অলিউর রহমানকে।


প্রসঙ্গত যে, অলিউর রহমানের কোন ছেলে সন্তান  না থাকায় তার ভিট বাড়ির ছয়  শতক  জমি  আপন  ছোট  ভাই   খলিলুর  রহমানের পরিবারের   লোকজন   জোরপূর্বক  ভাবে  গত মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে সাব রেজিষ্টার অফিসে দলিল সম্পাদন করতে নিয়ে যেতে ব্যর্থ হয়ে অলিউর   রহমানকে   প্রচন্ড   মারধর   করলে   তিনি   মারা   যান।  

নিহতের   তিন   মেয়ে   রয়েছে   বলে   স্থানীয়রা জানিয়েছেন। 

গ্রেফতারকৃত খলিল ও তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদকে গতকাল বুধবার আদালতে সোপর্দ করেছে পুলিশ।

কানাইঘাট নিউজ ডটকম/১৮ ডিসেম্বর ২০১৯


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়