নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। ৭১ সদস্য বিশিষ্ট এ- কমিটিতে লুৎফুর রহমানকে সভাপতি ও অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে বুধবার(২০ নভেম্বর) সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটিতে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেলেন সাবেক ছাত্র নেতা প্রভাষক আফসার উদ্দিন আহমদ।
আফসার ছাত্র রাজনীতি থেকে আওয়ামী পরিবারের সাথে সম্পৃক্ত। তার বড় ভাই নিজাম উদ্দীন আহমদ চৌধুরীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির দায়িত্বে ছিলেন ।
এদিকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্বে মনোনীত করায় প্রভাষক আফসার সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়