ঘূর্ণিঝড় বুলবুলে কক্সবাজারের সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে তিনটি জাহাজ গেছে। জাহাজ তিনটি হচ্ছে- এমবি ফারহান, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন, আটলান্টিক ক্রুজ।
সোমবার টেকনাফ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল সাড়ে ১০টায় টেকনাফের দমদমিয়া নৌবন্দর থেকে জাহাজ তিনটি সেন্ট মার্টিনের উদ্দেশে রওনা হয়।উপজেলা প্রশাসনের পক্ষে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফের সমন্বয়ক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেলা তিনটার দিকে এ তিনটি জাহাজ সেন্টমার্টিন থেকে আটকে পড়া যাত্রীদের নিয়ে রওনা হবে।
বিআইডব্লিউটিএ টেকনাফ সূত্র জানায়, গত বৃহস্পতিবার সকালে টেকনাফের হ্নীলার দমদমিয়া নদীবন্দরের জেটিঘাট থেকে ৪টি জাহাজে করে ১ হাজার ১৯১ জন পর্যটক সেন্ট মার্টিনে যান। এ ছাড়া ট্রলার ও স্পিডবোটে আরো দুই শতাধিক পর্যটক সেখানে যান। পরে বিকেলে প্রায় ৬০০ পর্যটক টেকনাফে ফেরত এলেও ৬০০ পর্যটক সেখানে থেকে যান। এ ছাড়া বুধবার রাত যাপনের জন্য থেকে যাওয়া প্রায় ৪০০ জনসহ সেন্টমার্টিনে আটকা পড়েছেন প্রায় ১ হাজার ২০০ পর্যটক।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়