Saturday, November 23

উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেলেন গিয়াস

নিজস্ব প্রতিবেদক: সদ্য ঘোষিত কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কমিটিতে সাবেক তুখোড় ছাত্রনেতা উপজেলা ছাত্রলীগের সাবেক অাহবায়ক গিয়াস উদ্দিনকে ১ম সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করা হয়েছে। 

নয়া কমিটিতে গিয়াস উদ্দিন গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে। দলের সকল আন্দোলন সংগ্রামে মুজিব আদর্শের লড়াকু সৈনিক সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন কে যথাযথভাবে দল মূল্যায়ন করায় ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি দলের তৃনমূলের নেতাকর্মীরা অত্যন্ত অনন্দিত হয়েছেন। 

তারা এ জন্য জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ কে অভিনন্দনের পাশাপাশি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। 

এক প্রতিক্রিয়ায় সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন বলেন, দল আমাকে মূল্যায়ন করেছে আমি সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে যথাযথ দায়িত্ব পালন করে যাব। তাকে সাংগঠনিক সম্পাদক হিসাবে নির্বাচিত করায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী,জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভােকেট রনজিত সরকার, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মস্তাক আহমদ পলাশ সহ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

কানাইঘাট নিউজ ডটকম/২৩ নভেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়