নিজস্ব প্রতিবেদক:
দেশে ফেরা হলো না প্রবাসী হাবিব আহমদের। না ফেরার দেশে চলে গেলেন কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল পুরানফৌদ গ্রামের মৃত শফিকুল হক উরফে হরুহুনার পুত্র সৌদিআরব প্রবাসী হাবিব আহমদ (৩৫)।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ নভেম্বর) হাবিব আহমদ বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তার কর্মস্থল সৌদি আরবের জিদ্দায় বাসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন। ৩ সন্তানের জনক হাবিব আহমদ আগামী ২ ডিসেম্বর সৌদি আরব থেকে ছুটি নিয়ে বাড়ীতে আসার কথা ছিল। বাড়ীতে আসার জন্য সব ধরনের কেনাকাটা করেন হাবিব।
এদিকে হৃদরোগে আক্রান্ত হয়ে হাবিবের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সিলেট সহ কানাইঘাটের অনেক অসংখ্য প্রবাসী ছুটে যান তার লাশ দেখতে। বাড়ীতে তার মৃত্যুর সংবাদ জানার পর স্ত্রী সন্তান সহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন। প্রবাসী হাবিবের বাড়ীতে এলাকার লোকজন ছুটে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা প্রদান করেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়