অনেকের কাছে চা কেবলই একটি পানীয়। তবে কারও কাছে তা ভালবাসা। যেমন ব্রিটেনের লেস্টারশায়ারের বাসিন্দা টিনা ওয়াটসন। তার জীবনের সেরা প্রেমটাই ছিল চায়ের সঙ্গে। রোজ প্রায় ৪০ কাপ চা খেতেন তিনি।
তার ইচ্ছা ছিল মৃত্যুর পরও তার সঙ্গে জড়িয়ে থাকুক চা। সেই ইচ্ছা পূরণের জন্য টি-ব্যাগের মতো কফিনের মধ্যে সমাধি দেয়া হলো তার দেহ। বছর চারেক আগেই নিজের এই ইচ্ছার কথা মেয়েকে জানিয়েছিলেন টিনা। সম্প্রতি ৭৩ বছর বয়সে মারা যান তিনি। বাবার শেষ ইচ্ছা পূর্ণ করলেন মেয়ে।ভিডিওটি দেখুন এখানে>>
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়