কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটের কানাইঘাট বাজার থেকে আলিম উদ্দিন
(২৯) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ৫ নভেম্বর মঙ্গলবার তিনি নিখোঁজ
হন। এ ঘটনায় নিখোঁজের বড় ভাই নুর উদ্দিন কানাইঘাট থানায় একটি সাধারণ
ডায়েরী করেছেন। যার নং- ৬১৮ (১৩.১১.২০১৯ইং)। নিখোঁজ আলিম উদ্দিন কানাইঘাট
উপজেলার কুওরগড়ি গ্রামের মৃত ইলিয়াছ আলীর পুত্র।
জিডিতে নুর উদ্দিন উল্লেখ করেন- গত ৫
নভেম্বর নিখোঁজ আলিম উদ্দিন কানাইঘাট বাজারে খরচ করতে আসে। রাত ১০টার দিকে
তার ব্যবহৃত মোবাইল ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এরপর সম্ভাব্য সব জায়গায়
খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ আলিম উদ্দিনের গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, মুখে দাড়ি
আছে। হারানোর সময় তার পরনে ছিল লুঙ্গি ও কালো শার্ট। যদি কোন ব্যক্তি তার
সন্ধান পান তাহলে তার বড় ভাই নুর উদ্দিন এর নাম্বার ০১৭৪৪২৬৯৬৯২ নাম্বারে
যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়