Wednesday, November 6

কানাইঘাট উপজেলা আ.লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হচ্ছেন জালাল

কানাইঘাট নিউজ ডেস্ক:
আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। অনুষ্ঠেয় এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হচ্ছেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জালাল উদ্দিন। 

একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে আলাদা একটা পরিচিতি রয়েছে জালালের।

৯০ দশকের তুখোড় ছাত্রনেতা জালাল উদ্দিন কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক আহবায়ক, গাছবাড়ী ডিগ্রি কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা, গাছবাড়ী মডার্ন একাডেমির সভাপতি, গাছবাড়ী সমাজ কল্যাণ যুব সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও একজন দক্ষ সংগঠক হিসেবে সকল পর্যায়ের নেতাকর্মীদের কাছে  জালাল উদ্দিন-এর পরিচিতি রয়েছে।

ইতোমধ্যে তিনি প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়