নিজস্ব প্রতিবেদক:
২০১৯-২০ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচী’র আওতায় কানাইঘাট উপজেলা ৮০৫জন কৃষকদের মধ্যে কৃষি উপকরন সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
গত সোমবার সকাল ১১টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে, রবি মৌসুমে সরিষা, ভূট্টা, সূর্যমুখী, শীতকালীন মুগ ফসলের বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান।
এ সময় তিনি বিনামূল্যে এসব বীজ ও রাসায়নিক সার কৃষকদের মাঝে তুলে দিয়ে বলেন, সরকার কৃষকদের ভাগ্যের পরিবর্তনের জন্য বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বিভিন্ন প্রকার বীজ ও সার বিতরণ করছে, এর যথাযথ ভাবে কাজে লাগিয়ে কানাইঘাটের কৃষি সেক্টরকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকারের সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, পৌর কাউন্সিলর বিলাল আহমদ প্রমুখ।
উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হারিছ, আজাদ মিয়া, আলমগীর হোসেন, কবির আহমদ, চিন্ময় কুমার চন্দ্র
কানাইঘাট নিউজ ডটকম/ ২৬ নভেম্বর ২০১৯
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়