ডায়রিয়া হলে বেশি বেশি তরল খাবার খেতে হয়, একথা সবারই জানা। আর এজন্য শিশুকে ফলের জুস পান করতে দেনে অনেকেই। তবে জানেন কি? এই ভুলটি কিন্তু মারাত্মক বিপদ ঢেকে আনে! কারণ এ সময় শিশুকে ফলের জুস না দেয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।
ডায়রিয়ার সময় যদি কোনো শিশু জুস খেতেও চায় তবে তাকে তা দেয়া যাবে না। পানীয় একটি কিছু দিলেই হবে, এটি মনে করে ফলের জুস দেয়া যাবে না। এটি ডায়রিয়াকে বাড়াবে। তাকে খাবার স্যালাইন দিতে হবে। আস্তে আস্তে নরম খাবার দিতে হবে। বুকের দুধ খাওয়া শিশুরা এটি নিয়মিত করবে।
যারা বুকের দুধের পরের বয়স, দুই বছর পরের
বাচ্চাদের স্বাভাবিক খাবার দিতে হবে। যেমন, ভাত, খিচুরি বা যেকোনো শক্ত
খাবার তাকে খাওয়াতে হবে। একটু নরম খাবারের সঙ্গে কাঁচা কলা সিদ্ধ করে দিলে
এটি ডায়রিয়া কমাতে সাহায্য করে।
খবর বিভাগঃ
স্বাস্থ্য
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়