Saturday, November 23

কানাইঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন এক হাজার রোগী

নিজস্ব প্রতিবেদক:
‘দৃষ্টি সবার অধিকার’- এই স্লোগানকে সামনে রেখে সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের সামাজিক সংগঠন প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের তত্ত্ববধানে ও প্রভাতী সমাজ কল্যাণ সংঘ ফ্রান্স (প্যারিস) শাখার অর্থায়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বুরহান উদ্দিন মেডিকেল সেন্টারে এই বিনামূল্যে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিনামূল্যে চক্ষু ক্যাম্প পরিচালনা করে মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল।

উক্ত ক্যাম্পে চোখের নানা রোগে আক্রান্ত প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ ও প্রায় ১০০ জন রোগীর চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়েছে ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক তাওহীদুল ইসলাম, প্রভাতী সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সাবেক সভাপতি মাস্টার জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা জুনেদ আহসদ, উপদেষ্টা ডা. হাবিবুর রহমান, উপদেষ্টা সাইদুর রহমান, এমাদুর রহমান, সদস্য সেলিম উদ্দিন, জিল্লুর রহমান, ছালিম আছলাম, লুৎফুর রহমান শফি প্রমুখ।

কানাইঘাট নিউজ ডটকম/২৩ নভেম্বর ২০১৯

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়